প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ১৮,৫৬৬ ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করেন। এ উপলক্ষে রামগতি উপজেলা প্রশাসন মঙ্গলবার (১১ জুন) সকাল ১০টায় উপজেলা হলরুমে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল মাধ্যমে ঘর হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন রামগতি উপজেলা পরিষদ চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, ভাইস চেয়ারম্যান মো. নাজিম উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান মীর মর্জিনা বেগম, সহকারী কমিশনার ভূমি মানষ চন্দ্র দাস, পুলিশ পরিদর্শক (তদন্ত) কার্তিক দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দের, মুক্তি যোদ্ধা এবং গণমাধ্যম সাংবাদিক বৃন্দ। এসময় রামগতি উপজেলা ২০ জন ভূমিহীন গৃহহীন পরিবারকে জমিও গৃহ হস্তান্তর করা হয়।
যাযাদি/ এসএম