শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

নড়িয়ায় আশ্রয়ন প্রকল্পের ঘর পেল ৮৪ পরিবার

নড়িয়া (শরীয়তপুর)প্রতিনিধি
  ১১ জুন ২০২৪, ২০:১০
ছবি যাযাদি

ভিডিও কনফারেন্সে মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সংযুক্ত হয়ে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের ৮৪টি ঘর প্রদান করেছে নড়িয়া উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১১ জুন) সকালে মুজিববর্ষের প্রতিশ্রুতি অনুযায়ী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ৭০টি উপজেলার ভূমিহীন-গৃহহীন ও ১৮ হাজার ৫৬৬টি পরিবারকে ২ শতক জমিসহ নতুন ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য জমিসহ ঘরের চাবি ৮৪টি পরিবারে কাছে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইসমাইল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ পারভেজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা মনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে