বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

কেএনএফ সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি
  ১২ জুন ২০২৪, ১৪:০২
কেএনএফ সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
ছবি: যায়যায়দিন

বান্দরবানের রুমা থেকে ভানলাল থাং বম (৩৭) নামে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ জুন) সকালে রুমা পাইন্দু ইউনিয়নের জুরভারং পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই এলাকার বাসিন্দা লালমিন সম বম এর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার সকালের দিকে বান্দরবানের-রুমা ও রোয়াংছড়ি সীমান্তের জুরভারং পাড়া এলাকায় জঙ্গলে গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পাহাড়ে যৌথ বাহিনীর চলমান সন্ত্রাস বিরোধী অভিযানে বন্ধুক যুদ্ধে নিহত হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে