মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সিলেটে তীর শীলংয়ের ৬ জন জুয়াড়ি আটক

সিলেট অফিস
  ১২ জুন ২০২৪, ২০:০৩
সিলেটে তীর শীলংয়ের ৬ জন জুয়াড়ি আটক
ছবি-যায়যায়দিন

সিলেটের এসএমপির কোতোয়ালি থানাধীন নগরীর সোবহানীঘাট থেকে তীর শীলংয়ের ৬ জন জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (১২ জুন) সন্ধ্যায় অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি) শাহরিয়ার আল মামুন-এর নেতৃত্বে মহানগর গোয়েন্দা বিভাগের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে সোবহানীঘাটের কাঁচাবাজারের সৌদিয়া বাস কাউন্টারের সামনে অভিযান চালায়।

এসময় ৬ জন জুয়াড়িকে আটক করে ডিবি পুলিশ। তাদের হেফাজত থেকে তীর শীলংয়ের জুয়া খেলার সরঞ্জাম পাওয়া গেছে।

আটকরা হলেন, আবু শামীম (৫৩),লিটন কৃষ্ণ গোয়ালা (২৫), জয়নুদ্দিন (৫২), সেলিম মিয়া (৩৫), কালু মিয়া (৫০), জিয়াউর রহমান (৩৫)।

এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সিটিএসবি, মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃত জুয়াড়িদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

আগামীকাল সকালে তাদের আদালতে পাঠানো হবে। এ ঘটনায় একটি ননএফআইআর মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে