বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

আশুগঞ্জে যুবককে ছুরিকাঘাত করে হত্যা, ঘাতক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ১৪ জুন ২০২৪, ১৬:৪৬
আশুগঞ্জে যুবককে ছুরিকাঘাত করে হত্যা, ঘাতক গ্রেপ্তার
প্রতিকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদক সেবনের জেরে ছুরিকাঘাতে হৃদয়-(২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার যাত্রাপুর গ্রামের বিলের পাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হৃদয় যাত্রাপুর গ্রামের মোঃ জসিম উদ্দিনের ছেলে। এই ঘটনায় একই এলাকার মৃত আবদুর রহিমের ছেলে রুবেল-(৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় নিহতের পিতা জসিম উদ্দিন বাদী হয়ে গতকাল শুক্রবার সকালে আশুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ গ্রেপ্তারকৃত রুবেলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমদ জানান, রুবেল ও হৃদয় একই সাথে মাদক সেবন করতো। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার রুবেল হৃদয়কে তার বাড়িতে ডেকে নিয়ে যায়।

পরে মাদক সেবন নিয়ে উঠানে দু’জনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এরই এক পর্যায়ে রুবেল হৃদয়কে উপর্যপুরি ছুরিকাঘাত করে উঠানে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন হৃদয়কে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে আশংকাজনক অবস্থায় ঢাকা নিয়ে যাওয়ার পথে ভৈরব এলাকায় সে মারা যায়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করে।

তিনি বলেন, এ ঘটনায় নিহতের পিতা জসিম উদ্দিন বাদী হয়ে শুক্রবার সকালে আশুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ গ্রেপ্তারকৃত রুবেলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে ও নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে