বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ঠাকুরগাঁওয়ে নাগরিক প্ল্যাটফর্ম-এর সাথে সংলাপে জনপ্রতিনিধিরা

ঠাকুরগাঁও প্রতিনিধি
  ১৫ জুন ২০২৪, ১৪:৫৭
ঠাকুরগাঁওয়ে নাগরিক প্ল্যাটফর্ম-এর সাথে সংলাপে জনপ্রতিনিধিরা
ছবি-যায়যায়দিন

ঠাকুরগাঁওয়ে নাগরিক প্ল্যাটফর্মের সাথে জনপ্রতিনিধিদের সংলাপে যুবদের মাদক-বাল্যবিবাহ-সাম্প্রদায়িকতা প্রতিরোধ, ছাত্র-যুবদের প্রকৃত শিক্ষা নিশ্চিত করার কাজে জনপ্রতিনিধি অভিভাবক সরকারি কর্মকর্তা মিডিয়া ও সমাজ কর্মীদের সম্মিলিত উদ্যোগের অঙ্গিকার করা হয়েছে।

ঠাকুরগাঁও ডেমোক্রেসি ওয়াচের আস্থা প্রকল্পের আওতায় নাগরিক প্ল্যাটফর্ম ও যুব ফোরামের উদ্যোগে স্থানীয় টিএফসি চাইনিজ রেস্তোরাঁর সভাকক্ষে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও সংরক্ষিত মহিলা আসনের এমপি দ্রৌপদী দেবী আগরওয়াল।

এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদ্য নির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার, ভাইস চেয়ারম্যান আব্দুল রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাশহুরা বেগম, ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু ও সুব্রত কুমার বর্মণ। উদ্যোক্তা সংগঠনের পক্ষ থেকে সংলাপে অংশ নেন নাগরিক প্ল্যাটফর্ম এর আহবায়ক সাদেকুল ইসলাম, যুগ্ম আহবায়ক জাকির মোস্তাফিজ মিলু ও মৌসুমি রহমান, সদস্য রুবিনা হকসহ অন্যরা।

সভায় প্রধান অতিথি ঠাকুরগাঁওয়ের এই সমস্যাগুলোর সমাধানে তাঁর ঐকান্তিক অংশগ্রহণ এর অঙ্গিকার ব্যক্ত করে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে