বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

টাঙ্গাইলে বিবেকানন্দ স্কুল ফুটবল চ্যাম্পিয়শীপের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
  ২৩ জুন ২০২৪, ১১:৩৪
টাঙ্গাইলে বিবেকানন্দ স্কুল ফুটবল চ্যাম্পিয়শীপের উদ্বোধন
ছবি: যায়যায়দিন

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজের ফুটবল চ্যাম্পিয়নশীপের (ভিএফসি) উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৩ জুন) সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে ওই চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর্জা মঈনুল ইসলাম লিন্টু, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ভিএফসি’র উপদেষ্টা ও মডেল তারকা মীর নাসিমুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন, কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে। এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন বর্ষের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজের ফুটবল চ্যাম্পিয়নশীপে ২০১০ থেকে এ পর্যন্ত এসএসসি ব্যাচের সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ১৫টি ফুটবল দল অংশ নিচ্ছে। আগামী ২৪ জুন চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে