বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

লাখাইর ইউএনও জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত

লাখাই ( হবিগঞ্জ)  প্রতিনিধি
  ০১ জুলাই ২০২৪, ১৮:৪৯
লাখাইর ইউএনও জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত
ছবি-যায়যায়দিন

২০২৩-২০২৪ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হলেন লাখাই উপজেলার নির্বাহী অফিসার নাহিদা সুলতানা।

রবিবার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে হবিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোছা: জিলুফা সুলতানা হবিগঞ্জ জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণের মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে লাখাইর ইউএনও নাহিদা সুলতানা কে এই পুরস্কারে ভুষিত করেন।

এসময় ইউএনও নাহিদা সুলতানা জেলা প্রশাসক জিলুফা সুলতানার কাছ থেকে তিনি সম্মাননা গ্রহন করেন।

এই অর্জনে ইউএনও নাহিদা সুলতানা জানান, পুরস্কার অর্জনের কৃতিত্ব আমার লাখাই টিমের। বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সকল সদস্যের , যারা আমার প্রতিটা কাজে সহযোগিতা করেছেন। এসময় তিনি সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে