বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সাটুরিয়ায় নব নির্বাচিত পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
  ০৯ জুলাই ২০২৪, ২০:১১
সাটুরিয়ায় নব নির্বাচিত পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
ছবি-যায়যায়দিন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় নব নির্বাচিত পরিষদের প্রথম সাধারণ সভা মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে উপজেলার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকঞ্জ ৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

নব নির্বাচিত সাটুরিয়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শাহজাহান আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শান্তা রহমান।

এতে আরও বক্তব্য রাখেন, বিদায়ী পুরুষ ভাইস চেয়ারম্যান মো. আবুল বাশার বাদশা, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি আক্তার, নব নির্বাচিত পুরুষ ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা মল্লিক, মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নি আক্তার, ধানকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ, হরগজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান জ্যোতি, সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী, দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিউল আলম জুয়েল, বরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, তিল্লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম ধলা, দরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলি নুর রতন বক্স, ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া, কৃষি কর্মকর্র্তা আব্দুল আল মামুনসহ আরও অনেক।

এসময় প্রধান অতিথি মানিকঞ্জ ৩ আসনের সাংসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যানগন মিলিত ভাবে কাজ করতে হবে, জনগণের স্বার্থ সবার উপরে রাখতে হবে।

আপনারা সমন্বয় করে কাজ করলে আমার সযযোগীতা পাবেন এবং অন্যথায় পাবেন না। আপনারা মুখে নয়, কাজ দিয়ে প্রমাণ করতে হবে যোগ্য নেতা। যে দলই করুন না কেন, ভাল কাজ করলে ভোট পাবেন পূনরায়। নইলে ছিটকে পরবেন।

সভায় সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম, উপজেলা পরিষদের সকল দপ্তর প্রধানগণ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সাটুরিয়া উপজেলায় চেয়ারম্যান হিসেবে শাহজাহান আলী, পুরুষ ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা মল্লিক ও মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নি আক্তার নির্বাচিত হন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে