জয়পুরহাটের কালাইয়ে হুসাইন মুহম্মদ এরশাদের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল ছয়টায় কালাই থানা জামে মসজিদ সংলগ্ন জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সেকেন্দার আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আবু সাঈদ নুরুল্লাহ মাসুম। আরও বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সুজাউল ইসলাম, সদস্য ইলিয়াস হোসেন প্রমুখ।
বক্তারা তাঁদের আলোচনায় মরহুম রাষ্ট্রপতি হুসাইন মুহম্মদ এরশাদের শাসন কালের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন।
মরহুম রাষ্ট্রপতি হুসাইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
যাযাদি/ এম