পুলিশের বাঁধা উপেক্ষা করে রাজবাড়ীর গোয়ালন্দে কোটা বিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এ সময় শিক্ষার্থীরা আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানান। সেই সাথে তারা "কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক ” ¯স্লোগান দিতে থাকেন।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১ টার দিকে গোয়ালন্দ উপজেলার সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি গোয়ালন্দ শহীদ স্মৃতি বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে হতে শুরু হয়ে গোয়ালন্দ বাসস্ট্যান্ড মহাসড়কে যায়।
এ সময় তারা মহাসড়কে অবস্থান নিতে চাইলে এসময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখারুজ্জামানের (সদর সার্কেল) নেতৃত্বে গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধু বিশ্বাস, পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষসহ পুলিশের একটি দল তাদের প্রতিহত করে।
এ সময় বাঁধা উপেক্ষা করেই শিক্ষার্থীরা মহাসড়কের একপাশে সংক্ষিপ্ত সময়ের জন্য মানববন্ধন রচনা করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।
এ সময় বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রাশেদুল ইসলাম, তুফানসহ কয়েকজন।
আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, তারা ফেরার পথে লোটাস কলেজিয়েট স্কুলের সামনে ছাত্রলীগের কর্মীরা মোটরসাইকেলযোগে এসে তাদের ওপর চড়াও হয়।
তারা দৌড়ে আত্মরক্ষা করলেও কাছাকাছি থাকা পুলিশ এগিয়ে আসেনি। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মিছিল ও সমাবেশ করেছে। তাদেও কোন বাঁধা দেয়া হয়নি। ফেরার পথে শিক্ষার্থীদের উপর কোন হামলার ঘটনা ঘটেনি বা পুলিশ দেখেও ব্যবস্থা নেয়নি এ ধরনের অভিযোগও সঠিক নয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
যাযাদি/ এম