খুলনা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবীতে আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষে ৩৫ বছর বয়সী নিহত পুলিশ সদস্য সুমন কুমার ঘরামীর কচুয়ার বাড়ীতে চলছে শোকের মাতম।
নিহত পুলিশ সদস্য গোপালপুর ইউনিয়নের কিসমত মালিপাটন গ্রামের মুক্তিযোদ্ধা শুশীল ঘরামীর ছেলে।
গত ২ আগষ্ট (শুক্রবার) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা সংঘর্ষে সুমন ঘরামী নামে ওই পুলিশ সদস্য নিহত হন। তিনি খুলনা পুলিশ লাইলে কর্মরত ছিলেন। স্নিগ্ধা ঘরামী নামে তার ৪ বছরের একটি কন্যা সন্তান রয়েছে এবং তার স্ত্রীর নাম মিতু ঘরামী।
ছেলেকে হারিয়ে মুক্তিযোদ্ধা শুশীল ঘরামী বাকরুদ্ধ হয়ে পড়েছে। মা গীতা রানী ও তার স্ত্রীর আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । খুলনা থেকে নিহতদের লাশ হস্তান্তর শেষে নিজ বাড়িতে তাকে সমাহিত করা হয়।
যাযাদি/ এম