সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

গাজীপুরে ছাত্রলীগকে ধাওয়া দিয়ে মহাসড়ক অবরোধ 

গাজীপুর প্রতিনিধি
  ০৪ আগস্ট ২০২৪, ১৪:০৮
আপডেট  : ০৪ আগস্ট ২০২৪, ১৪:৪০
ছবি-যায়যায়দিন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এক দফা দাবিতে ‘অসহযোগ আন্দোলন’ কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছেন। সকাল সাড়ে ১০টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শত শত শিক্ষার্থী চন্দ্রা ত্রিমোড় এলাকায় যান এবং মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। চন্দ্রা ত্রিমোড় এলাকায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়।

ছাত্রদের ডাকা অসহযোগ আন্দোলনে যোগ দিতে সকাল ১০টার পর থেকে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ যোগ দিয়েছেন। পরে মিছিল নিয়ে তাঁরা কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় অবস্থান নেন। কিছু সময়ের মধ্যে চন্দ্রা এলাকায় জনসমুদ্রে পরিণত হয়। এ সময়ে তারা ঢাকা—টাঙ্গাইল মহাসড়ক ও কালিয়াকৈর—নবীনগর সড়কে অবরোধ সৃষ্টি করে। আওয়ামী লীগের নেতা—কর্মীরা চন্দ্রা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করলে তাঁদের ধাওয়া করেন। একপর্যায়ে আওয়ামীগের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করে তারা। এসময় তারা চন্দ্রা ত্রিমোড় এলাকায় পুলিশ বক্স ভাঙচুরের ঘটনা ঘটে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, আন্দোলনকারীরা বিক্ষোভ করছেন। পুলিশ বক্সে ভাংচুর ও আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বিক্ষোভকারীরা অগ্নিসংযোগ করেছেন।

এদিকে একই সময়ে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফজাল হোসেন সরকার রিপন, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হালিম সরকার, মোঃ আকরাম হোসেন, মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক হীরা সরকার,গাজীপুর মহানগর যুবলীগ আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, বাসন থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাকিব সরকার, খোরশেদ আলম সরকারের নেতৃত্বে খন্ড খন্ড মিছিল জাগ্রত চৌরঙ্গীর এলাকায় ঢাকা— ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা—টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা—গাজীপুর সড়ক প্রদক্ষিণ করে। পরে চান্দনা চৌরাস্তা এলাকায় শাপলা ম্যনশন সুপার মার্কেটের সামনে তাঁবুর নীচে তারা জমায়েত হন।

এ সময় ঔষধ ও কাঁচা বাজারের দোকানপাট ছাড়া গাজীপুর শহর ও চান্দনা—চৌরাস্তা এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। অটোরিকশা ছাড়া দূরপাল্লার ও আঞ্চলিক সড়কের কোন যাত্রীবাহী গাড়ি চলাচল করেনি।

গাজীপুরের কোনাবাড়ি, শিববাড়ি, শিমুলতলীতে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনকারীরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে