বাংলাদেশ ধানগবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর মহাপরিচালক (ডিজি) ড. মো. শাহজাহান কবীর স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছেন। বুধবার তিনি কৃষি মন্ত্রণালয়ের সচিব বরাবর স্বেচ্ছায় অবসর গ্রহণের জন্য আবেদন করেছেন।
ব্রি সূত্রে জানা যায়, তিনি ১৯৯৪ সালে এ প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে চাকুরিতে যোগ দেন। পরে ২০১৭ সালের ৩১ আগস্ট একই প্রতিষ্ঠানে ডিজি পদে দায়িত্ব পান। সর্বশেষ তিনি ওই পদে ডিজি পদেই টানা চাকুরি করে আসছিলেন। একান্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে ৮আগস্ট তিনি স্বেচ্ছায় অবসরের আবেদন করেন। এ পদে যোগদানের আগে তিনি এ ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৭ সালে অনার্সসহ বিএসসি, ১৯৮৮ সালে এমএসসি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৬৬ সালে নেত্রকোণা জেলার দিগলা গ্রামে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক। ডিজিকে একাধিকবার মোবাইল ফোন কল করলেও তিনি তা রিসিভ করেননি।
যাযাদি/ এসএম