ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অধিকাংশই আত্মগোপনে চলে গেছেন। এমন পরিস্থিতিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ব্যাহত হচ্ছিল। পরে বিকল্প ব্যবস্থা করে সরকার।
মাদারীপুর জেলার শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস ও মহিলা ভাইস চেয়ারম্যান এবং পৌরসভার মেয়রকে অপসারণ করা হয়েছে।
রোববার (১৮ আগস্ট) ও সোমবার (১৯ আগস্ট) এ বিষয়ে পৃথক আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
সরকারি এই আদেশের ফলে স্ব স্ব পদ হারিয়েছেন- শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান, শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা: মো. সেলিম মিয়া, শিবচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান (আতাহার) ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা।
জানা যায়, রাষ্ট্রপতির আদেশক্রমে সারা দেশের ৩২৩ মেয়রকে অপসারণের প্রজ্ঞাপন দেয়া হয়। রোববার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। দেশের ৪৯৩টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণের প্রজ্ঞাপন দেয়া হয়। রোববার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আকবর হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। ৪৯৪ উপজেলার সব ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আকবর হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের অপসারণের বিষয়টি জানানো হয়।
এর আগে শুক্রবার (১৬ আগস্ট) ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ ’, ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ ’, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ ও ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। পরে তা অধ্যাদেশ আকারে জারি করা হয়। এই অধ্যাদেশ অনুযায়ী সরকারি সিদ্ধান্তের আলোকেই এসব জনপ্রতিনিধিদেরকে তাদের পথ থেকে সরিয়ে দেয়া হয়।
যাযাদি/ এসএম