শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

মুক্তাগাছায় পরিবেশবান্ধব গ্রামের বার্ষিক অর্জন উদযাপন

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
  ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২৫
ছবি : যায়যায়দিন

ময়মনসিংহের মুক্তাগাছায় পরিবেশ বান্ধব গ্রামের বার্ষিক অর্জন উদযাপন করেছে মুক্তাগাছা এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। বৃহস্পতিবার উপজেলার বাশাঁটি ইউনিয়নের বিলসিংলা গ্রামে মুক্তাগাছা এপি ওয়ার্ল্ডভিশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

মুক্তাগাছা এপি ম্যানেজার নম্রতা হাউই এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা শংকর কুমার সরকার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লাইভীহুড পিটি স্পেশালিষ্ট দীপা রোজারিও, ইউপি সদস্য আবুল হোসেন, জিয়াউর রহমান জিয়া, প্রোগ্রাম অফিসার রাশেদুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ স্বাভাবিক, সু-স্বাস্থ্য নিয়ে সুন্দর পরিবেশে বসবাসের জন্য সকলকে পরিবেশন বান্ধব সুন্দর পরিবেশ গড়ে তোলতে হবে। পরিবেশের জন্য ক্ষতিকর এমন কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। উল্লেখ্য, গতবছর বিলসিংলা গ্রামকে পরিবেশ বান্ধব গ্রাম হিসেবে ঘোষণা করা হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে