বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমর্থক আইনজীবী সমন্বয় পরিষদ এর ৫ নং সমন্বয়ক পরিচয়ে এ্যাড. আহসানুজ্জামান নাসির তার নিজ এলাকায় বাজিতপুর থানার জ্ঞানপুর সরারচরে বিএনপি সমর্থকসহ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের ও মামলা পরবর্তী তাদের বাড়িতে গিয়ে মামলা থেকে অব্যাহতির জন্য চাঁদা দাবীর প্রতিবাদে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন একই গ্রামের মরহুম নাসির উদ্দিন ঠাকুরের পুত্র আরিফ ঠাকুর। সংবাদ সম্মেলনে বলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন অবস্থায় ছাত্রদলের নেতা ছিলেন। পরবর্তীতে সে ও তার পরিবার বিএনপির নেতাকর্মী থাকাবস্থায় বিভিন্ন হয়রানির শিকার হন। কথিত সমন্বয়ক পারিবারিক বিরোধকে পুঁজি করে আইনশৃঙ্খলা বিঘœকারী দ্রুত বিচার আইনে কিশোরগঞ্জে এক মামলা করে। উক্ত মামলায় তিনিসহ ১৩ জনকে আসামী করা হয়। মামলাটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাজিতপুর থানায় প্রেরণ করা হয়। পরবর্তীতে উক্ত মামলার বাদী সন্ত্রাসী কায়দায় আসামীদের বাড়ীঘরে হামলা ও চাঁদা দাবী করায় এ সম্মেলন ডাকা হয়।
এতে বক্তব্য রাখেন ব্রজেন্দ্র চন্দ্র দেবনাথ ও গ্রীস বিএনপির আহবায়ক আশরাফ উদ্দিন ঠাকুর প্রমুখ। বক্তাগণ উক্ত ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সঠিক তথ্য উদযাটনের দাবী জানান।
যাযাদি/এসএস