ছাত্ররা প্রেসার গ্রুপ হিসেবে সবসময় কাজ করবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
বৃস্পতিবার সন্ধ্যায় নীলফামারী প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক আবু সাঈদ লিয়ন, তরিকুল ইসলাম, রকিব মাসুদ ও রেদওয়ান ইসলাম বক্তব্য দেন।
রাষ্ট্রের সংস্কার কাজ শুরু হয়েছে প্রয়োজনীয় সংস্কার করে জনবান্ধব হিসেবে গড়ে তোলা হবে।
এরআগে জেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গণে গণঅভ্যুত্থানের প্রেরণায় শহিদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজী ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া শিল্পকলা অডিটোরিয়ামে ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত পরিবারের স্বজন ও আহতদের সাথে সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ।
যাযাদি/এসএস