নওগাঁর মান্দায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী,স্থানীয় সংবাদকর্মী, হাফেজিয়া ও কওমী মাদ্রাসার মুহতামিম এবং সুধীজনদের সঙ্গে মতবিনিময় অব্যাহত রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি’র অন্যতম সদস্য এম.এ মতীন । গত সোম,মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার দিনব্যাপী অত্র উপজেলার পাঁজরভাঙ্গা,সতীহাট,সাবাইহাট,প্রসাদপুর,ফেরিঘাট, ভারশোঁ, আইওরপাড়া, মাস্তান মোড়, মতলবের মোড়সহ বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এর আগে বুধবার বিকেলে উপজেলার ১নং ভারশোঁ মজিদপুর নিবাসী বিশিষ্ট সমাজ সেবক, বীর মুক্তিযোদ্ধা মরহুম ডাক্তার সিরাজুল ইসলাম এর জানাযায় অংশগ্রহণ করেন। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,ছাত্র- জনতার গণ অভ্যুত্থানের চেতনাকে ধারন করে বৈষম্যহীন একটি রাষ্ট্র ব্যাবস্থা প্রতিষ্ঠা করার লক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান তিনি ।
যাযাদি/এসএস