শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

বকেয়া বেতনের দাবিতে শরীয়তপুরে পলিটেকনিক শিক্ষকদের মানববন্ধন

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
  ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৩
ছবি : যায়যায়দিন

শরীয়তপুরে ৫০ মাসের বকেয়া বেতন পাওয়া এবং রাজস্বখাতে চাকুরী স্থানান্তর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে মানববন্ধন করেছেন শরীয়তপুর পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষকরা।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ সময় পলিটেকনিকের সাধারণ শিক্ষার্থীরাও তাদের সাথে একাত্বতা ঘোষণা করে কর্মসূচিতে যোগ দেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জুনিয়র ইন্সট্রাক্টর মো: আহাদ আলী, সুজন কুমার তালুকদার, মো: ফরহাদ আলী, অনামিকা হালদার ও সাগর দত্ত প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা দীর্ঘ ৫০ মাস যাবৎ কাজ করেও বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন-যাপন করছি। তাই আমরা অতিদ্রুত এই সমস্যা সমাধানের জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাচ্ছি।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে