নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে এক দফা দাবিতে নোয়াখালীতে মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টার কর্মবিরতি পালন করছেন নার্সরা।
এ সময় ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগ ও বিভিন্ন ওয়ার্ডে কর্মরত নার্সরা হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট, রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে উত্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের দাবি জানানো হয়। দাবি না মানলে আগামীতে কমপ্লিট শাটডাউনে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নোয়াখালী নার্সিং ও মিডওয়াইফারি সমন্বয় পরিষদের নেতা আব্দুল্লাহ ফারুক, শিরিন আক্তার, মাসুদ পারভেজ।
এদিকে নার্সদের কর্মবিরতির কারণে হাসপাতালের জরুরী বিভাগ ও বিভিন্ন ওয়ার্ডে রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হয়। এ সময় নার্সদের শিক্ষানবীশ নার্সদের বিভিন্ন ওয়ার্ডে কাজ করতে দেখা যায়।
যাযাদি/ এসএম