বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

জয়পুরহাটে জাল নোট ও জালনোট ছাপানোর সরঞ্জামাদিসহ আটক ২

জয়পুরহাট প্রতিনিধি
  ০২ অক্টোবর ২০২৪, ১০:৩৫
ছবি: যায়যায়দিন

জয়পুরহাটে জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামাদি সহ ২ যুবককে আটক করেছে র‌্যাব সদস্যরা। আজ মঙ্গলবার ভোররাতে জয়পুরহাট সদর উপজেলার বর্মণপাড়া এলাকা থেকে ৩৫ হাজার ৯শ টাকার জাল নোট, নগদ ২ হাজার ৯শ টাকার আসল নোট ও জাল নোট ছাপানোর সরঞ্জামাদিসহ ওই ২ যুবককে আটক করা হয়।

আটককৃতরা হলেন- জয়পুরহাটের কালাই উপজেলার মূলগ্রামের আনিসুর রহমানের ছেলে আরাফাত আজিজুল হক (২০) ও নওগাঁর ধামইরহাট উপজেলার রাঙ্গামাটি গ্রামের আলামিন হোসেন রিপনের ছেলে আহসানুল্লাহ রিয়াদ (১৬)।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্প অধিনায়ক মেজর আসিফ আল রাজেক জানান, আটককৃতরা জাল নোট তৈরী ও বিপণনকারী সিন্ডিকেটের সক্রিয় সদস্য হিসেবে কাজ করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানা যায়। আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে তারা জাল নোট তৈরী করে আসল টাকার বান্ডিলের মধ্যে কৌশলে নকল নোটগুলি মিশিয়ে বাজারে সরবরাহ করে আসছিলো। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের ঘটনাস্থল থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের জয়পুরহাট সদর থানায় সোপর্দ করা হয়ছে বলে জানান তিনি।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে