শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

রূপগঞ্জে অবৈধ দোকানপাট উচ্ছেদ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ০২ অক্টোবর ২০২৪, ১০:৫২
ছবি: যায়যায়দিন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়ক ফুটপাতে গড়ে উঠা অবৈধ দোকান পাট ও স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১ অক্টোবর) উপজেলার ভুলতা গাউছিয়া গোলাকান্দাইল এলাকায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। অভিযানে মহাসড়ক ও ফুটপাতের সহস্রাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয় এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বেশ কয়েকটি দোকানদারকে জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন রিয়াজ হোসেন, নারায়ণগঞ্জ গ সার্কেল এএসপি মেহেদী হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, উবায়দুর রহমান সাহেল, রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল হকসহ বিপুল পরিমাণ সেনাবাহিনী, পুলিশ, আনসার ও উপজেলার সামাজিক সংগঠনের সদস্যরা।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, ভুলতা গাউছিয়া গোলাকান্দাইল এলাকায় দীর্ঘদিন যাবত হকাররা মহাসড়ক ও ফুটপাত দখল করে রেখেছে। এতে যানবাহন ও পথচারীদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই আমরা উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মহাসড়ক ও ফুটপাতে গড়ে উঠা প্রায় ১ হাজার অবৈধ দোকানপাট উচ্ছেদ করি। এ উচ্ছেদ অভিযান আগামী এক সপ্তাহ অব্যাহত থাকবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে