রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

চাঁদপুরে মা ইলিশ রক্ষায় সচেতনামূলক সভা ও র‍্যালি

চাঁদপুর প্রতিনিধি
  ১২ অক্টোবর ২০২৪, ২০:১২
চাঁদপুরে মা ইলিশ রক্ষায় সচেতনামূলক সভা ও র‍্যালি
ছবি যাযাদি

চাঁদপুরের পদ্মা-মেঘনায় ২২ দিন মা ইলিশ রক্ষা অভিযান উপলক্ষে সচেতনামূলক সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড তিন নদীর মোহনায় সভা শেষে মেঘনা নদীতে একটি বর্নাঢ্য নৌ র‍্যালি হয়।

এ সময় জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ, কোস্টগার্ড, জেলা পুলিশ, ফায়ারসার্ভিস ও জেলে প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিকদের অংশগ্রহণে পদ্মা-মেঘনা নদীতে স্পীডবোট ও ট্রলার নিয়ে নৌ র‍্যালী অনুষ্ঠিত হয়। এতে সচেতনামূলক লিফলেট বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন।

প্রতি বছর মা ইলিশ ডিম ছাড়ার লক্ষে ২২ দিন পদ্মা-মেঘনা নৌ সীমানার ৭০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ শিকার বন্ধ থাকে। আজ ১২ অক্টোবর রাত ১২ টার পর থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে। যা চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত। আইন অমান্য করে কেউ মাছ ধরলে আইনগত ব্যবস্থা হিসেবে জেল-জরিমানাসহ অর্থদন্ডের বিধান রয়েছে।

সচেতনতামূলক সভা ও নৌ র‍্যালিতে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট এম ফজলুল হক।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে