কয়েক দিন থেকে আইফোনের জন্য মা বাবার কাছে আবদার করছিল। অবশেষে আইফোন না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রবিউল ইসলাম ওরফে আকাশ নামে নবম শ্রেণীর এক শিক্ষার্থী। ঘটনাটি ঘটে রোববার দিবাগত রাতে শেরপুরের শ্রীবরদী পৌর শহরের খামারিয়াপাড়া এলাকায়।
সোমবার সকালে ঘটনাস্থল থেকে লাশের সুরতহাল সংগ্রহ করেছে পুলিশ। আকাশ ওই এলাকার আল আমিনের ছেলে।
স্থানীয়রা জানান, রবিউল ইসলাম আকাশ নবম শ্রেণির শিক্ষার্থী। কয়েকদিন যাবত মায়ের কাছে দামি আইফোন কিনে চান আকাশ। তার মা রোজী বেগম সংসারের অসচ্ছলতার কারণে আইফোন কিনে দিতে অপারগতা প্রকাশ করেন। রাগে আকাশ তার পরিবারের সাথে রাতের খাবার খেয়ে বিশ্রামে যায়। রাতে সে পরিবারের সকলের অগোচরে বাড়ির পাশে আম গাছের ডালের সাথে গলায় রশি বেঁধে আত্মহত্যা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করেছে। পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি সাপেক্ষে পরবর্তী আইনানুপ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
যাযাদি/ এসএম