রাঙামাটির কাপ্তাইয়ে অগ্নিকাণ্ডে বসতবাড়ি ভষ্মিভূতের ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার (২৮ অক্টোবর) রাত ৮টার দিকে কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের হাফছড়ি মুখ পাড়ায় চাও মার্মার বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
রাইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মংক্য মারমা অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও টিন ও বাঁশের তৈরী চাও মার্মার বসতঘর এবং ধান-চালসহ ঘরের আসবাবপত্র সব কিছু আগুনে পুড়ে যায়। তবে এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
জানা যায়, মোমবাতির আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ২/৩ লাখ টাকার সম্পদের ক্ষতি হতে পারে বলে স্থানীয়রা জানান।
যাযাদি/ এস