বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সদরপুরে ইলিশ শিকারের দায়ে ৯ জেলের কারাদণ্ড

সদরপুর(ফরিদপুর)প্রতিনিধি
  ২৯ অক্টোবর ২০২৪, ১৯:১২
সদরপুরে ইলিশ  শিকারের দায়ে ৯ জেলের কারাদণ্ড
ছবি: যায়যায়দিন

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা আড়িয়াল খাঁ নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৯ জেলে কে আটক করেছে। আজ মঙ্গলবার বিকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকারের অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ৯ জেলে কে ৭ দিনের বিনাস্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার আল মামুন। কারাদণ্ড শেষে আসামীদের ফরিদপুর জেল হাজতে প্রেরন করেন।

অভিযান প্রসঙ্গে নির্বাহী হাকিম জানান, আর মাত্র কয়েকদিন বাকি আছে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত অভিযান অব্যহত থাকবে।

আটককৃত জেলেরা হলেন, আশিরুল ইসলাম (৩০), আল-আমিন শরীফ (২৫), মোঃ সাদ্দাম হোসেন (৩২), খোকন খা (৩০), শেখ হাসান (২৯), শুকুর মাদবর (৫৭), মনোয়ার বেপারী (৪৫), আলী আকবর (৩৮), আফজাল মোল্লা (৪৮)।

এর চরনাসিরপুর, ঢেউখালী, নারিকেল বাড়িয়া ও শিবচর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সদরপুর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

ছবিঃ সদরপুরে আটককৃত জেলেরা।

অভিযানকালে অসাধু জেলেদের নিকট থেকে প্রায় ৪০ কেজি মা ইলিশ জব্দ করে। জব্দকৃত ইলিশ উপজেলার কয়েকটি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিরতরণ করেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে