বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

নাইক্ষ্যংছড়িতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
  ৩১ অক্টোবর ২০২৪, ০৯:১৫
ছবি: যায়যায়দিন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে র‍্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার সময় উপজেলা যুবদলের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি‌ বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাইক্ষ্যংছড়ি সদরের বাজারের সংলগ্ন ছালেহ আহমদ উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নাইক্ষ্যংছড়ি উপজেলার আহবায়ক আবু সুফিয়ান চোধুরীর সভাপতিত্বে ও বি এনপির যুগ্ন সাধারন সম্পাদক নুরুল আবছার সোহেল এবং যুবদলের সদস্য সচিব আবু কাইছার এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা।

প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন, জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার,উপজেলা বিএনপি সভাপতি আরিফ উল্লাহ ছুট্টু,সাধারণ সম্পাদক আবদুল আলিম বাহাদুর, সিনিয়র যুগ্ন আহবায়ক নুরুল আবছার সোহেল, সদর বিএনপির আহবায়ক সাংবাদিক মোহাম্মদ ইউনুছ, সাধারণ সম্পাদক জহির আহমদ উপজেলা ছাত্রদলের সভাপতি জিয়াবুল হক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাইশারী ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল করিম বান্টু, সাধারন সম্পাদক আবুল কালাম , উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আনোয়ারুল ইসলাম রাসেল, ছাত্র দলের নেতা শাহে নেওয়াজসহ আরও অনেকে।

বর্ণাঢ্য র‌্যালি ও যুব সমাবেশে উপজেলা, ইউ‌নিয়ন এবং ওয়ার্ডসমূহের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী ও কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি জাবেদ রেজা বলেন, লড়াই সংগ্রামে অর্জিত বিজয়কে সংহত করতে না পারলে আবারো নব্য ফ্যাসিবাদ হাজির হবে। তাই যুবদলের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি রুখে দিতে হবে। যুবদল সমস্ত অন্যায় সন্ত্রাস প্রতিহত করবে, কোনো প্রকার বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেব না। আওয়ামী দুঃশাসনের সকল মিথ্যে মামলা ও দুর্নিতির বিচার বাংলার মাটিতে হবে।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে