সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

গাংনীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
  ৩১ অক্টোবর ২০২৪, ১৩:৪৩
আপডেট  : ৩১ অক্টোবর ২০২৪, ১৫:১২
গাংনীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
ছবি: যায়যায়দিন

মেহেরপুরের গাংনীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গত বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় “স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ”।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশালী মাহফুজুর রহমানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশাদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মাসুদুর জামান।

উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে