রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

নরসিংদী সদর উপজেলার সিলমান্দী ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
  ৩১ অক্টোবর ২০২৪, ১৫:৩৮
নরসিংদী সদর উপজেলার সিলমান্দী ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
ছবি: যায়যায়দিন

নরসিংদীর সদর উপজেলার সিলমান্দী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৩টায় সিলমান্দী প্রাথমিক সরকারি বিদ্যালয় মাঠে বিএনপির এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি সানাউল্লাহ মিলন এর সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, নরসিংদী সদর -১ আসনের সাবেক এমপি ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরী, জেলা বিএনপি নেতা বিজি নওশের, নরসিংদী জেলা যুবদলের সভাপতি মোহসীন হোসাইন বিদ্যুৎ, নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল রউফ ফকির রনি, সিলমান্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতৃবৃন্দ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে