গত ৩টি সংসদ নির্বাচন ছিল প্রহসনের। মানুষ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এখন অন্তর্বর্তীকালীন সরকার দেশ গঠনে কাজ করছে। দেশের মানুষ স্বাধীনভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য উদগ্রীব হয়ে আছে। আমরা চাই এই সরকার দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্রীয় কাঠামো সংস্কার করে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে।
বৃহস্পতিবার সকালে নোয়াখালীর হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নে জনকল্যাণ ট্রাস্ট হাই স্কুল হলরুমে এক সাংগঠনিক সভায় এ কথা বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। হাতিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুবের রহমান শামীম বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হাতিয়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের নিয়ে আমাদের এই সাংগঠনিক বৈঠক। এখানে আজ প্রত্যেকে প্রত্যেকের মনের ভাব প্রকাশ করবেন। এখান থেকে মান অভিমান ভুলে গিয়ে ঐক্যের ভিত্তিতে কাজ করতে হবে। দলের মধ্যে কোন গ্রুপিং করা যাবেনা।
সাংগঠনিক সভায় হাতিয়ার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা, ও উপজেলা বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সকাল ১১টায় শুরু হয়ে এ সভা চলে দুপুর ২টা পর্যন্ত। সভায় উপস্থিত নেতাকর্মীরা ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়ে গিয়ে দীর্ঘদিন হাতিয়া উপজেলা বিএনপির নেতৃত্ব শূন্যতার কথা ক্ষোভের সাথে প্রকাশ করেন।যাযাদি/ এম