শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

সুপারির গর্তে নেমে ২ ভাইয়ের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি
  ০১ নভেম্বর ২০২৪, ২১:০৯
আপডেট  : ০১ নভেম্বর ২০২৪, ২১:১১
ছবি : যায়যায়দিন

ফটিকছড়িতে একটি গর্ত থেকে সুপারি তুলতে গিয়ে অক্সিজেনের অভাবে ২ভাইয়ের মৃত্যু হয়েছে। এছাড়াও একই ঘটনায় আরো ৪জন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো: মাহিন উদ্দিন।

শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ডের হাজী গুন্নুমিয়া সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

নিহত মো: শফি এবং মো: শহিদুল্লাহ একই এলাকার ছালে আহম্মদের পুত্র। তারা দুজনে আপন ভাই। ৩ভাইয়ের মধ্যে শফি সবার বড় এবং শহিদুল্লাহ মেঝ। শফি দীর্ঘদিন ধরে সুপারির ব্যবসা করে আসছিল এবং শহিদুল্লাহ প্রবাসী৷ সে আগামি রবিবার আবারো প্রবাসে যাওয়ার কথা ছিল। এছাড়াও আহত অন্যান্য আরো ৪জন নিহতদের আশপাশের বাসীন্দা।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো: কামাল উদ্দিন বলেন- খবর পেয়ে আমাদের টীম দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১জন মহিলা ও ৫জন পুরুষকে উদ্ধার করে দ্রুত মেডিক্যাল এ প্রেরণ করেছে। একটি ৭-৮ফিট গর্তে সুপারি রাখা হয়েছিল। সে সুপারি তুলতে গিয়েই মূলত এ ঘটনা ঘটেছে। গর্তটিতে সুপারির গন্ধে অতিরিক্ত মিথেন গ্যাস তৈরী হয়। ফলে, অক্সিজেনের অভাবে কেউ কেউ জ্ঞান হারিয়ে ফেলে আর কেউ অসুস্থ হয়ে পড়ে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে