শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

নকলায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি
  ০২ নভেম্বর ২০২৪, ১২:১১
ছবি : যায়যায়দিন

"সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় ৫৩ জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার (২নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীদের আয়োজনে উপজেলা পরিষদের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন উত্তোলন করেন। পরে একটি শোভাযাত্রা পরিষদ চত্তর প্রদক্ষিন করেন।

এর পর উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জুয়েল মিয়া'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র। অনুষ্ঠানের স্বাগত স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. নওশেদুজ্জামান।

এসময় নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান, সমবায়ী সদস্য বৃন্ধ, যায়যায়দিনের সাংবাদিক শফিউল আলম লাভলুসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে