গোপালগঞ্জের কোটালিপাড়ার মতোই বিপুল পরিমাণে আওয়ামী সমর্থিত উপজেলা হিসেবে পরিচিত শরীয়তপুরের জাজিরা উপজেলায় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের সংখ্যা খুবই কম।
তার উপর এখানে তাদের মধ্যে রয়েছে দলীয় কোন্দল। এতোদিন এ কোন্দল আড়ালে থাকলেও একাংশকে বাদ রেখে নতুন করে কমিটি ঘোষণার পর শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় তা প্রকাশ্যে আসে।
এদিন শরীয়তপুর জেলা বিএনপির সাধারণত সম্পাদক সরদার নাসির উদ্দিন কালুর বিরুদ্ধে আওয়ামীলীগের লোকজন দিয়ে পকেট কমিটি দেয়ার অভিযোগ তুলে বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যাক্তিগত সহকারী দীর্ঘদিনের কারা নির্যাতিত বিএনপি নেতা মিয়া নুর উদ্দিন অপুকে সমর্থন করা স্থানীয় বিএনপি নেতাকর্মীদের একটি অংশ।
সরেজমিনে দেখা যায়, আওয়ামীলীগের আমলে বিভিন্ন সময় মামলা-হামলার শিকার হয়ে বিভিন্নভাবে নির্যাতনের শিকার এবং স্থানীয়দের কাছে বিএনপির লোক হিসেবে পরিচিত বেশ কিছু বিক্ষুব্ধ নেতাকর্মীরা টিএন্ডটি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জাজিরা পুরাতন বাজার গিয়ে সেখান থেকে ফিরে সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে জড়ো হয়ে প্রতিবাদ সভা করেন এবং কমিটি বিলুপ্তির দাবি করেন।
এসময়, তারা জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দীন কালুর বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়ার পাশাপাশি সমাবেশের বক্তব্যে নেতারা দাবি করেন- মিয়া নুর উদ্দিন অপুকে সমর্থন করায় তাদের মতো ত্যাগী নেতাকর্মীদের বাদ রেখে বিপুল অংকের কমিটি বাণিজ্যের মাধ্যমে গত ১৬ বছরে আওয়ামিলীগ করা বা বিএনপি থেকে আওয়ামিলীগ বনে যাওয়া কিছু লোকজনকে দিয়ে একটি পকেট কমিটি দেয়া হয়েছে। তাই দলের প্রয়োজনে অবিলম্বে এই কমিটি বিলুপ্ত করে ত্যাগিদের মূল্যায়নের আহ্বান জানান বক্তারা।
জাজিরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার আ: করিম আক্কাস মাদবর এর নেতৃত্বে উক্ত বিক্ষোভ ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন, সহ-সভাপতি কাজী জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাওলাদার এবং বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র পদে গত পৌরসভা নির্বাচনে অংশ নেয়া উপজেলা যুব বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম রনি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো: রুবেল সরদার, জাজিরা পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: শওকত মুন্সি, জাজিরা উপজেলা জাসাস এর সেক্রেটারি মোস্তফা মহসিন মৃধা, উপজেলা যুবদলের প্রচার সম্পাদক মো: বাদশা শেখ, জাজিরা পৌরসভা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল ইসলাম বেপারী এবং জাজিরা পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল ইসলাম মৃধা।
এছাড়াও জাজিরা উপজেলা বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে আনোয়ার তালুকদার, দুলাল তালুকদার, সাহিদ সরদার, মহসিন হাওলাদার, মনির মুন্সী, সোহেল চৌকিদার, প্রান্ত মোল্লা, তরিকুল ইসলাম, বসির মাদবর ও রুবেল মাদবর সহ প্রায় অর্ধ-শতাধিক নেতাকর্মীরা তাদের দাবি অনুযায়ী উল্লেখিত এই বিতর্কিত কমিটি ঘোষণার খবর শোনার পরেই সন্ধ্যায় তাৎক্ষনিক আয়োজিত এই বিক্ষোভ ও প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য: মিয়া নুর উদ্দিন অপুর সমর্থক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মীদের একাংশকে ছাড়াই আয়োজিত উপজেলার মূলনা ইউনিয়নের কর্মী সভায় শনিবার বিকেলে উপস্থিত হয়ে সরদার নাসির উদ্দীন কালু উপজেলা বিএনপির একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেন বলে জানা যায়। যেখানে বজলুর রশিদ শিকদারকে আহ্বায়ক, সুরুজ মাদবর ও শাহিন শিকদারকে যুগ্ম আহ্বায়ক ও মাহবুব আলম টিটু আকনকে সদস্য সচিব ঘোষণা করা হয়।
যাযাদি/ এস