শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাবের মতবিনিময়

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
  ০৫ নভেম্বর ২০২৪, ২১:৩১
ছবি : যায়যায়দিন

লালমনিরহাটের কালিগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুম্পার সাথে কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা প্রেসক্লাবের সকল কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত সাংবাদিকরা নবাগত ইউএনও কে শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে স্বাগত জানিয়ে উপজেলার বিভিন্ন উন্নয়ন, অসংগতি ও সার্বিক বিষায়াদি তুলে ধরেন এবং উপজেলার বিভিন্ন দপ্তর থেকে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগীতা করার আহবান জানান।

এসময় বক্তব্য রাখেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তিতাস আলম , প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি, শেখ আব্দুল আলিম, সিনিয়র সাংবাদিক মোখলেসুর রহমান টুকু, নয়া দিগন্তের লালমনির প্রতিনিধি সাব্বির আহমেদ লাভলু, ঢাকা পোস্টের নিয়াজ আহমেদ প্রমুখ।

নবাগত নির্বাহী কর্মকর্তার বক্তব্য সাংবাদিকদেরকে অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাফল্য প্রচারণা এবং উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড তরান্বিত করা সহ অপরাধ, অনিয়ম, দূর্নীতি দমনে সহযোগীতার আহবান জানান।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে