শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

গফরগাঁওয়ে পৌর বিএনপির আনন্দ মিছিল

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
  ০৬ নভেম্বর ২০২৪, ২০:১৫
ছবি : যায়যায়দিন

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে গফরগাঁও পৌর বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার দুপুরে পৌর বিএনপির সাবেক সদস্য জয়নাল আবেদিন চানু ও ময়মনসিংহ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহবুবুব আলম জুয়েল এর নেতৃত্বে পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ আনন্দ মিছিল ও সমাবেশ করে ।

পৌর বিএনপির আয়োজনে নেতা কর্মী ও সমর্থকদের অংশ গ্রহনে আনন্দ মিছিলটি থানার মোড় থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইসলামিয়া সরকারি হাই স্কুল মাঠে এসে শেষ হয়।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক থানা যুবদলের সদস্য সচিব ও পৌর বিএনপির সাবেক সদস্য জয়নাল আবেদিন চানু , ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহবুবুব আলম জুয়েল , উপজেলা জাসাস এর আহবায়ক মতিউর রহমান মতি, জেলা যুবদলের সদস্য ও সাবেক কাউন্সিলর আলাউদ্দিন সুলতান,পৌর বিএনপির সাবেক সদস্য মনোয়ার পারভেজ আকন্দ সুমন প্রমুখ ।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এর সাক্ষরিত এক দলীয় বিজ্ঞপ্তিতে তিন সদস্যের দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে আহবায়ক হলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু,যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম এবং সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনকে নির্বাচিত করায় গফরগাঁও পৌর বিএনপির আয়োজনে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে