বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সোনাইমুড়ীতে শিক্ষককে নির্যাতনের পর পদত্যাগপত্রে স্বাক্ষর আদায়

খোরশেদ আলম, সোনাইমুড়ি (নোয়াখালী)
  ০৭ নভেম্বর ২০২৪, ১২:১০
সোনাইমুড়ীতে শিক্ষককে নির্যাতনের পর পদত্যাগপত্রে স্বাক্ষর আদায়
ফাইল ছবি

নোয়াখালীর সোনাইমুড়ীতে এক শিক্ষককে স্কুল থেকে অপহরণের পর নির্জন স্থানে নিয়ে তাঁকে দফায় দফায় নির্যাতন করে অপহরণকারীরা। জোরপূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর করায় ফলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১০টায় উপজেলাধীন আবিরপাড়া মাধ্যমিক বিদ্যানিকেতনে এই ঘটনা ঘটে।

জানা যায়, সোনাইমুড়ী উপজেলাধীন আবীরপাড়া মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মো. মাহফুজুর রহমান ভুঁইয়াকে তার স্কুল থেকে সিএনজি যোগে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর আদায় করে। তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল নিয়ে যায়। পরে খিলপাড়া বাজার থেকে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে।

সোনাইমুড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজিম উদ্দিন জানান, স্কুলে দুর্বৃত্তরা অস্ত্র নিয়ে প্রবেশ করে প্রধান শিক্ষককে অপহরণ করেছে। তা তিনি শুনেছেন। ঘটনাস্থলে সোনাইমুড়ী থানা পুলিশ গিয়েছে।

সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম বলেন, স্কুলের প্রধান শিক্ষককে অপহরণের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক গণস্ত্র পুলিশ পাঠিয়েছি। শিক্ষককে উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ), সোনাইমুড়ী উপজেলা শাখার পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে