শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

উখিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক  লেসন লার্ন ও প্রি ডিজাস্টার  ওয়ার্কশপ

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ০৭ নভেম্বর ২০২৪, ১২:২৬
ছবি : যায়যায়দিন

কক্সবাজারের উখিয়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির লেসন লার্ন ও প্রি ডিজাষ্টার ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রনজন বড়ুয়া রাজন, উপজেলা কৃষি কর্মকর্তা নিজাম উদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম, উখিয়া থানার অফিসার ইনচার্জ শামীম হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাওছার আহমেদ উখিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটির পিএমও এর ডিআরআর সেক্টর প্রধান সজিব কামাল মুন্সি, ইউএনডিপি এর ডিজাস্টার রিস্ক রিডাকশন এ্যানালিস্ট ওবায়দুল ইসলাম মুন্না, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ডি আর আর সেক্টর ফোকাল রেড ক্রিসেন্ট প্রতিনিধি আল মুবীন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আইওএম,কারিতাস বাংলাদেশ, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল,সেড (কেয়ার বাংলাদেশ),স্কাস, সুশীলন সহ উখিয়া উপজেলায় ডি আর আর নিয়ে কার্যক্রম পরিচালনাকারী সংস্থা সমূহের প্রতিনিধি সিপিপি ও রেড ক্রিসেন্ট সোসাইটির ইউথ সদস্য।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে