বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

গোসাইরহাটে পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
  ০৭ নভেম্বর ২০২৪, ১৭:৫৪
গোসাইরহাটে পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড
ছবি : যায়যায়দিন

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দাশেজঙ্গল বাজারে পাটের গুদামে আগুন লেগে তিন হাজার মণ পাট পুড়ে গেছে।এসময় আগুন আশপাশের গোদামে ছড়িয়ে পড়লে প্রায় ১৮টি গোডাউনে থাকা পাটের পাশাপশি মরিচ, সয়াবিন, সড়িষার গুদাম পুড়ে যায়।

বৃহস্পতিবার উপজেলার দাশের জঙ্গল বাজারের কাটপট্রি গলিতে নুরুল আমিন রাড়ির ভাড়া দেয়া পাটের গুদামে এ ক্ষয়ক্ষতি হয়। এতে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে আবুবক্কর ডাকুয়ার পাটের গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুরোপুরি আগুন নেভাতে আরও আড়াইঘণ্টা সময় লাগে।

গুদামঘরের মালিক আবুবক্কর ডাকুয়াসহ মকবুল ঢালী, রিপন বেপারী, আবদুল রাড়ী,ফারুক বয়াতি,দ্বীন ইসলাম মোতালেব , শামচু, সুলতান দেওয়ান ও মামুন আকন বলেন, সব মিলিয়ে আমাদের ১৮টি গুদামে ৩ হাজার মণ পাট ছিল। এর মধ্যে প্রায় ২৭শ মণ পুড়ে যায় ১কোটি ৮০লক্ষ্য টাকা এবং দেড়হাজার মন সড়িষা,মরিচ, সয়াবিন যার মূল্য ৭০লক্ষ টাকা সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। দুপুরে কিভাবে আগুন লাগে জানি না, আগুনে আমাদের আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে।

গোসাইরহাট ফায়ার সার্ভিস এর ভারপ্রাপ্ত ইনচার্জ, মিল্টন জানান, দুপুর ১টার দিকে আগুল লাগার খবর পেয়ে তাতক্ষনিক ঘটনাস্থলে পৌছে আমরা দুইঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনি। ক্ষয়খতির পরিমান তদন্ত স্বাপেক্ষে জানানো হবে।

ঘটনাস্থল পরিদর্শন করেন শরীয়তপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন এবং তিনি ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলে তিনি জানান দাশের জঙ্গল বাজার জেলার মধ্যে একটি অন্যতম বড় বাজার এখানে ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তার বিষয় যথযথপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।এসময় উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে