বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

নানিয়ারচর উপজেলা প্রেসক্লাবের শুভ উদ্বোধন

নানিয়ারচর(রাঙ্গামাটি)প্রতিনিধি
  ০৮ নভেম্বর ২০২৪, ১৬:৫২
নানিয়ারচর উপজেলা প্রেসক্লাবের শুভ উদ্বোধন
ছবি: যায়যায়দিন

রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলায় ” প্রেসক্লাব” এর স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। ৮ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে এগারোটার সময় রেষ্টহাউজ এর বিপরীতে প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি মেহেদী ইমামের সভাপতিত্বে ফিতা কেটে কার্যালয়ের শুভ উদ্বোধন করেন, নানিয়ারচর জোনের বিদায়ী জোন অধিনায়ক (১০ বীর) এর লেফটেন্যান্ট কর্ণেল তামজিদুর রহমান চৌধুরী (পিএসসি)। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জোন অধিনায়ক ১৭ ই বেঙ্গলের লেফটেন্যান্ট কর্ণেল তানভির আহমেদ সাদি(পিএসসি)।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও তিন পার্বত‍্য জেলার চারণ সাংবাদিক একে এম মকছুদ আহমেদ,এছাড়া আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক। নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ নাজির আলম,উপজেলা বিএনপির সভাপতি মো: নুরুজ্জামান হাওলাদার , সাধারণ সম্পাদক ফারুক হালাদার, রাঙ্গামাটি ও উপজেলা ভিত্তিক স্থানীয় এবং জাতীয় দৈনিক পত্রিকা ও ইলেকট্রনিক সকল প্রিন্ট মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এতে নানিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নাজমুল হোসেন রনি,দৈনিক রাঙ্গামাটির প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের কোষাদক্ষ গোলাম মোস্তফা,সিএইচটি টিভির প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সদস‍্য মো: ইকবাল হোসেন,আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি মেহেরাজ হোসেন সুজন, আমার সংবাদের প্রতিনিধি ও উপজেলার সিনিয়র রিপোর্টার ফারুখ হোসেন উপস্থিত ছিলেন ।

এসময় অতিথিরা বক্তব্যে বলেন সাংবাদিক হলো জাতির বিবেক সাংবাদিকরা সত্য প্রকাশ করবে এটাই সাংবাদিকদের কাজ। নানিয়ারচর উপজেলা সাংবাদিকদের একটা যায়গা হল,সব সময় উপজেলা মানুষের পাশে থাকবে বলে আশাকরি। একটি এলাকার বাতিঘর সাংবাদিক। তাদের লেখনিতে অসহায় মানুষের কথা ফুটে উঠবে,দূর্নিতির কথা ফুটে উঠবে, উপজেলার মানুষ সব সময় পাশে থাকবে। বিভিন্ন পরামর্শ ও সুন্দর লিখনির মাধ‍্যমে ফুটিয়ে তুলতে সকল সদস‍্যদের প্রতি অতিথিরা আশা ব‍্যক্ত করেন। এই উপজেলার সাধারণ মানুষ পিছনে রয়েছে লেখনির মাধ‍্যমে দু:খ, দূর্দশার কথা ফুটিয়ে তুললে তাড়াতাড়ি কতৃপক্ষের নজরে আসবে, তখন অটোমেটিক উন্নয়ন হবে।

পরিশেষে প্রধান অতিথির বক্তব্যে ইতি টেনে নানিয়ারচর প্রেসক্লাব অফিসের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে