শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

আড়াইহাজারে ওলামা মাশায়েখদের মহাসম্মেলন অনুষ্ঠিত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ১৩ নভেম্বর ২০২৪, ১৪:৩৫
ছবি: যায়যায়দিন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে তবলীগ, কওমি মাদ্রাসা ও দ্বীন রক্ষার লক্ষ্যে ওলামা মাশায়েখদের এক মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) সকাল ৯ টায় আড়াইহাজার বাজার জামে মসজিদের পশ্চিম পাশের মাঠে এ মহা সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ওলামা- মাশায়েখদের নারায়ণগঞ্জের প্রতিনিধি আব্দুল আউয়াল।

এ মহা সম্মেলনে বক্তব্য রাখেন দেশের প্রখ্যাত ওলামায়ে কেরামদের হৃদয়ের স্পন্দন ও দেশবরেণ্য আলেমদের মধ্যে আল্লামা মাহফুজুল হক, আল্লামা জুনায়েদ আল হাবিব, আল্লামা মামুনুল হক, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা লোকমান মাযহারী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, মাওলানা ফয়জুল্লাহ সন্দ্বীপী, মুফতি বশির উল্লাহ, মাওলানা আব্দুল কাদির, মুফতি কেফায়েতুল্লাহ আজহারী, মুফতি এহতেশামুল হক কাসেমী, মাওলানা ফেরদৌসুর রহমানসহ সহ দেশের প্রখ্যাত ওলামায়ে কেরামগণ। মহাসম্মেলনে আড়াই হাজার উপজেলার বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী সোনারগাঁ, মাধবদী, রূপগঞ্জ ও বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসলমানগন উপস্থিত হয়ে সম্মেলনকে সফল করে তোলেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে