শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

কলমাকান্দার ভেলুয়াতলিতে বারসিকের মাঠ দিবস পালিত

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি
  ১৩ নভেম্বর ২০২৪, ১৫:২৩
ছবি: যায়যায়দিন

কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের ভেলুয়াতলী গ্রামে কৃষক নেতৃত্বে ধানজাত গবেষণা প্লটের মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মাঠ দিবসের শুরুতে ধানজাত গবেষণা প্লট পরিদর্শন করেন অংশ গ্রহণকারীগণ। প্লট পরিদর্শনের মাধ্যমে ২০ টি ধানজাতের জাতের মধ্যে খেঁকশিয়াল, সুবাস, মালশিরা, গ-৩৩১-১ ও রহমান এ মোট ৫টি এলাকা উপযোগী ধানজাত নির্বাচন করেন অংশগ্রহণকারী কৃষক কৃষাণীগণ।

জাতগুলি নির্বাচন করার কারণ হিসেবে বলেন, এ ৫ টি জাত ফলনে ভালো হয়েছে, মোটামুটি আগাম পেকেছে, রোগবালাই সহনশীল, গাছের গঠন শক্ত তাই নুয়ে পড়ে না, শিষের ধরণও মোটামুটি ভালো।

মাঠ দিবস উপলক্ষে গুঞ্জন রেমা এর সঞ্চালনায় আবদুল মোতালেব এর সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারসিক এর আঞ্চলিক সহযোগী সমন্বয়কারী জনাব শংকর ম্রং।

মাঠ দিবসে বক্তব্য রাখেন, শংকর ম্রং আঞ্চলিক সহযোগী সমন্বয়কারী, গুঞ্জন রেমা উপজেলা সমন্বয়কারী, আব্দুর রব সহকারী গবেষক, প্রায়োগিক কৃষি গবেষণা বিভাগ, বারসিক, আবদুল মোতালেব, অংগনা মানখিন প্রমূখ। বক্তাগণ স্থানীয় ধানজাত সংরক্ষণ ও সম্প্রসারণের জন্য সকল অংশগ্রহণকারী গণ আহবান জানান এবং বীজ সংরক্ষণের উপর জোড়ালো বক্তব্য রাখেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে