শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

এক কুকুরের কামড়ে ২২ জন আহত

হবিগঞ্জ প্রতিনিধি
  ১৩ নভেম্বর ২০২৪, ১৫:৩৯
সংগৃহীত ছবি

হবিগঞ্জ শহরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২২ জন পথচারী নারী-পুরুষ আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত শহরের স্টাফ কোয়ার্টার এলাকা ও দিগন্তপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন কুকুড়ের আক্রমণের শিকার লোকজনকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একদল বেওয়ারিশ কুকুর হঠাৎ করে পথচারীদের উপর আক্রমণ করতে থাকে। রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত কামড়ে আহত ২২ জনকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাফায়েতুল ইসলাম যায়যায়দিনকে জানান, আহত ২২ জনের পায়ে কুকুরের কামড় রয়েছে। ভ্যাকসিনসহ প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাদের বাড়ি পাঠানো হচ্ছে। তিনি বলেন, ‘কুকুরগুলো পাগল হয়ে গেছে বিধায় এভাবে আক্রমণ করে থাকতে পারে। এ আক্রমণ মোকাবিলায় পৌরসভার পক্ষ থেকে শিগগিরই ব্যবস্থা নেওয়া জরুরী।’

আহতরা হলেন, দিগন্তপাড়ার ফজলে মাহমুদ, ইমরান হোসেন, নোয়াহাটির উৎপল সূত্রধর, পুরান মুন্সেফী এলাকার মাহিদ মিয়া, কোরেশনগরের রেজওয়ান আহমেদ, উত্তর শ্যামলীর রিফা আক্তার, আনোয়ারপুরের শেবুল মাহমুদ, গার্ণিপার্কের স্মিতা রায়, মাহিয়া আক্তার সুফলা, আরমিন বেগম, উচাইলের সেলিম মিয়া, মোহনপুরের জিসান আহমেদ, পিটিআই রোডের শাওন আহমেদ, চিড়াকান্দির নবীন্দ্র রায়, হরিপুরের জাহিদুল আলম, ভাদৈ গ্রামের সাইফ, কালিগাছতলার স্বপন, উমেদনগরের আবুল কাশেম, নোয়াগাঁওয়ের ফেরদৌস, ঘাটিয়াবাজারের বিশম্ভর সরকার, রতনপুরের হামিদুর রহমান ও যাত্রাপাশার জিহাদুল মিয়া।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে