শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

পাইকগাছায় ক্লাইমেট স্মার্ট জাস্টিস ফোরামের সভা

পাইকগাছা( খুলনা) প্রতিনিধি
  ১৩ নভেম্বর ২০২৪, ১৫:৪৩
ছবি: যায়যায়দিন

খুলনার পাইকগাছা উপজেলা ক্লাইমেট স্মার্ট জাস্টিস ফোরামের অর্ধ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেড এর সহযোগিতায় বুধবার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা ক্লাইমেট স্মার্ট জাস্টিস ফোরামের সভাপতি অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অ্যাওসেড এর প্রকল্প সমন্বয়কারী মাহবুবুর রহমান মোহন, উপজেলা ক্লাইমেট স্মার্ট জাস্টিস ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, শেখ সাদেকুজ্জামান, সাংবাদিক এন ইসলাম সাগর, বিশ্বনাথ ভট্টাচার্য, শ্যামাপদ মন্ডল, ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন, রাজিব গাঙ্গুলি, মানিক ভদ্র, স্মিতা মন্ডল, লিয়াকত আলী, নুর ইসলাম গাজী, জয়ন্ত দাশ, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মানিক লাল বসু, ফিল্ড অফিসার তুষার কান্তি বাইন, ফিল্ড অর্গানাইজার চিত্ত রঞ্জন মন্ডল, নাসরীন আরা, সুপ্রিয়া মন্ডল ও শুভঙ্কর বিশ্বাস।

সভায় উপজেলার রাড়ুলী ও বাঁকা এলাকার জলাবদ্ধতা নিরসন ও বিশ্ব জলবায়ু সম্মেলন উপলক্ষে উপজেলা সদরে জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন সহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে