বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

পানছড়িতে আগুনে পুড়া রোগীর আত্মহত্যা

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
  ২৭ নভেম্বর ২০২৪, ১৯:৫২
পানছড়িতে আগুনে পুড়া রোগীর আত্মহত্যা
ছবি: যায়যায়দিন

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় আগুনে পোড়া রোগী চিকিৎসাধীন অবস্থায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সুত্র জানায় , আজ বুধবার (২৭ নভেম্বর/২৪) সকাল ৬ টায় কর্মরত সেবিকা স্মৃতি চাকমা আগুনে জ্বলছে যাওয়া রোগী বিন্দু কুমার চাকমা (৭০)কে ঔষধ সেবন করাতে গিয়ে ফাঁসরত অবস্থায় দেখতে পেয়ে সকলকে বিষয়টি জানান।

কর্তব্যরত চিকিৎসক শ্যামল মিত্র চাকমা জানান, গত রবিবার ১৭ নভেম্বর/২৪, শরীরের ৪০% আগুনে দগ্ধ রোগীকে স্থানীয়রা হাসপাতালে আনেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হলেও তার কোন আত্মীয় স্বজন না থাকায় পানছড়ি সদর হাসপাতালের সমাজ সেবা ফান্ড থেকে তার চিকিৎসা সেবা চলছিলো।

তিনি আরও বলেন, তার শারীরিক অবস্থা পুর্বের তুলনায় অনেক ভালোর দিকে ছিল। প্রায় ২০% ক্ষত সেরে যায়। সর্বশেষ গতকাল ২৬ নভেম্বর/২৪ দিবাগত রাত তাকে ঔষধ ও গায়ে মলম লাগানো হয়। ২৭ নভেম্বর বুধবার সকাল ৬ টায় স্বাস্থ্য সেবিকা ঔষধ খাওয়াতে গিয়ে তাকে জানালার লোহার সাথে ফাঁসরত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে অন্যান্যরা এগিয়ে আসে ও বিষয়টি তাৎক্ষণিক থানায় অবগতি করানো হয়।

মৃত বিন্দু কুমার চাকমা (৭০) লোগাং ইউনিয়নের সুখমনি পাড়া গ্রামের মৃত কুমোদ কুমার চাকমার ছেলে। সে মানসিক প্রতিবন্ধী ও বোকা ধরনের লোক ছিলো।

পানছড়ি থানা ওসি মোঃ জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে