বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশেন (বিএড়িসি) প্রকৌশলী সমিতির কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালনার লক্ষ্যে ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
১৪ নভেম্বর বৃহস্পতিবার ২টা ৩০ মিনিটের সময় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএড়িসির সেচ ভবনের মিলনায়তনে বিশেষ সাধারণ সভায় (এক্সট্রা অর্ডিনারী জেনেরাল মিটিং) এ উপস্থিত সকল সমিতির সদস্য প্রকৌশলী গনের মতামতের ভিত্তিতে প্রকৌশলী খান ফয়সল আহমদ অতিরিক্ত প্রধান প্রকৌশলী (বিএড়িসি) পশ্চিমাঞ্চল, সেচ ভবন, ঢাকা কে সভাপতি ও প্রকৌশলী মোহাম্মদ সাহেদ, নির্বাহী প্রকৌশলী, বিএড়িসি রাংগামাটি রিজিয়ন (ক্ষ্দ্রসেচ), রাংগামাটি কে সাধারণ সম্পাদক করে ৬ সদস্যের কার্যানির্বাহী কমিটি গঠন করা হয়। , অন্যরা হলেন প্রকৌশলী চঞ্চল কুমার মিস্তি তত্ত্ববধাযক প্রকৌশলী (ক্ষদ্রসেচ), বরিশাল সার্কেল, বরিশাল কে সহ সভাপতি, প্রকৌশলী সরওয়ার মওলা, উপপ্রধান প্রকৌশলী, বিএডিসি, মিশু বিভাগ কৃষি ভবন, ঢাকা,সংগঠনিক সম্পাদক সহকারী প্রকৌশলী আলাল উদ্দীন, সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম আসীম ভূইয়া কে কোষাধ্যক্ষ।
এ ছড়া সহকারী প্রকৌশলী চট্টগ্রাম রুহুল আমিন কে সাংস্কৃতিক সম্পাদক মনোনিত করা হয়।