শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

দায়িত্ব গ্রহণের পর কাল নিজ গ্রামে আসছেন সিইসি'র নাছির উদ্দীন

কুতুবদিয়া কক্সবাজার প্রতিনিধি
  ২৯ নভেম্বর ২০২৪, ২০:১৫
ছবি: যায়যায়দিন

দেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আ.ম.ম নাছির উদ্দীন দায়িত্ব গ্রহণের পর প্রথমবার কক্সবাজারের কুতুবদিয়ায় নিজ গ্রামে প্রয়াত মা-বাবার কবর জিয়ারত করবেন।

শনিবার সকাল ৮ টায় কুতুবদিয়ার উদ্দেশ্যে কক্সবাজার সার্কিট হাউজ থেকে রওনা হবেন। পরে, সকাল ১১ টায় কুতুবদিয়ার সদর বড়ঘোপে উত্তর মগডেইল এলাকায় প্রবেশ করেই তিনি পারিবারিক কবরস্থানে মা-বাবার আত্মার মাগফেরাত কামনা করে জিয়ারত করবেন। জিয়ারত শেষে দুপুর ১ টায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা।

এরআগে শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় ঢাকা থেকে বিমান যোগে কক্সবাজার পৌঁছেন তিনি। দুই দিনের সফর শেষে রবিবার সকাল সাড়ে ৮ টায় কক্সবাজার সার্কিট হাউজ থেকে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা এবং নভোএয়ার (ভিকিউ ৯২২) করে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।

সিইসি'র প্রধান আ.ম.ম নাছির উদ্দীনের ছোট ভাই বড়ঘোপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ.ন.ম শহিদ উদ্দিন ছোটন বলেন, দায়িত্ব গ্রহণের পর সংক্ষিপ্ত সফরে মা-বাবার কবর জিয়ারত করে তিনি ঢাকার উদ্দেশ্য রওনা হবেন বলে জানান।

এদিকে, কুতুবদিয়ার কৃতি সন্তান আ.ম.ম নাছির উদ্দীনের আগমনের খবরে একনজর দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দ্বীপের সর্বস্তরের মানুষ।

উল্লেখ্য, কুতুবদিয়া উপজেলা সদরের মগডেইল মৌলভী বাড়ির সন্তান ও কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক তালেব উল্লাহ ও জান্নাত আরা বেগমের প্রথম সন্তান আ.ম.ম নাছির উদ্দীন। তারা ৫ ভাই ৫ বোন। নাসির উদ্দীনের জন্ম ১৯৫৩ সালের ১ জুলাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তর করার পর ১৯৭৭ সালে তিনি ওই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। দুই বছর পর ৭৯ ব্যাচের প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে আ.ম.ম নাছির উদ্দীন সরকারি চাকরিতে যোগদান করেন। চাকরি জীবনে তিনি তথ্য সচিব, জ্বালানি সচিব, পরিকল্পনা কমিশনের সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন এবং ২০০৯ সালের জানুয়ারিতে অবসরে যান।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে