বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

আলিফ হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে পানছড়িতে বিক্ষোভ

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
  ২৯ নভেম্বর ২০২৪, ২০:৩৩
আপডেট  : ৩০ নভেম্বর ২০২৪, ০৯:৪০
আলিফ হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে পানছড়িতে বিক্ষোভ
ছবি: যায়যায়দিন

চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়ি জেলার পানছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতার ব্যানারে পানছড়ি বাজার কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিয়া স্কোয়ারে সমাবেশে মিলিত হয়।

পানছড়ি বাজার কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা দলিলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পানছড়ি উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মোঃ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল কায়েশ শিমুল, বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আবুল কাসেম, ইসলামি আন্দোলনের সভাপতি মোঃ আবু বকর, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা সাব্বির মাহমুদ রশিদী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং উগ্রবাদী ইসকনের সকল কার্যক্রম বন্ধ করতে হবে। ইসকন দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি।

বক্তারা আরো বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার জন্য ফ্যাসিস্ট হাসিনার দোসররা বেশ তৎপর। কোনোভাবে যেন আমাদের সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি-শৃঙ্খলা বিনষ্ট না হয়, সে ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে