মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উগ্রবাদী সংগঠন ‘ইসকন’ এর সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জবাই করে হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদ।
শুক্রবার (২৯ নভেম্বর) জুম্মার নামাজ শেষে শ্রীমঙ্গল জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ কারীরা মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের প্রাণকেন্দ্র চৌমূহনা চত্ত্বরে এসে জড়ো হয়ে এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে ও ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে বক্তব্য রাখেন আলেম সমাজের প্রতিনিধি, স্থানীয় মুসুল্লি ও সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা।
বক্তব্যে তারা বলেন গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যেভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে তার বর্ণনা দিয়ে এড: সাইফুল হত্যা কারীদের গ্রেফতার করে কঠোর শাস্তির আওতার পাশাপাশি এই সংগঠনকে নিষিদ্ধের দাবি জানান তারা।
যাযাদি/ এআর