ফেনীর পরশুরামের চিথলিয়ায় চার প্রবাসী তায়েফ, শাকিল, আনোয়ার সাব্বির ও মিল্লত কর্তৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে পরশুরামের চিথলিয়া গ্রামের চার প্রবাসী তরুণের অর্থায়নে আজিম উদ্দিন ছুট্টুির পরিচালনায় চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ নিজাম উদ্দিন মজুমদার রিপন।
শুক্রবার বিকালে অনুষ্ঠিত ফাইনালে অংশ নেয় ড্রিম একাদশ বনাম শুভেচ্ছা একাদশ। শুভেচ্ছা একাদশ'কে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয় ড্রিম একাদশ।
ফাইনালে অংশগ্রহণ করা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আনোয়ার হোসেন ইকবাল, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী মো: সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হোসাইন আহমেদ মজুমদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজ সেবক মহি উদ্দিন মজুমদার পলাশ, জসিম উদ্দিন মজুমদার ও প্রবাসী এবং সমাজ সেবক জাহিদ পাটোয়ারী সহ প্রমুখ।
প্রবাসী আনোয়ার সাব্বির বলেন ভবিষ্যতে ক্রীড়া পরিষদ গঠন এবং গ্রাম পর্যায়ে খেলাধুলার চর্চা বৃদ্ধি করে খেলোয়ার সৃষ্টি করার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। কয়েকজন প্রবাসীর সার্বিক তত্ত্বাবধানে ও অর্থায়নে এই টুর্নামেন্টের আয়োজন করা হয় এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়েছে বলে তারা জানান।
যাযাদি/ এআর